Amar Sonar Moyna Pakhi 3 Lyrics (আমার সোনার ময়না পাখি ৩) Samz Vai

Amar Sonar Moyna Pakhi 3 Lyrics (আমার সোনার ময়না পাখি ৩) By Samz Vai
আমার সোনার ময়না পাখি ৩ – Amar Sonar Moyna Pakhi 3 Rekha Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Rohan Raj. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “E-Sound Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Amar Sonar Moyna Pakhi 3 – আমার সোনার ময়না পাখি ৩
Singer: Samz Vai
Lyrics: Rohan Raj
Tune & Music: Rohan Raj
Music Programming & Mix Master: ROHAN RAJ
Flute: Kamrul Ahmed
Label: E-Sound Music
আমার সোনার ময়না পাখি ৩ লিরিক্সঃ
আমার সোনার ময়না পাখির চোখে জল
আমি আর সইতে পারিনা
পাখি লুকাই লুকাই গড়াই চোখের জল
কষ্ট লাগে কইতে পারিনা
প্রবাস জীবন বিষের মতন
কষ্টে পরান বাঁচে
ইচ্ছে করে উইড়া যাইতে
সোনা পাখির কাছে (২ বার)
আমার সোনার ময়না পাখির চোখে জল
আমি আর সইতে পারিনা
পাখি লুকাই লুকাই গড়াই চোখের জল
কষ্ট লাগে কইতে পারিনা
থাকতে নাহি চাইরে মনে
পাখি টারে থুইয়া
পেটের দায়ে আছি মুখ বুঁজে
মনটারে বান্ধিয়া
ওরে থাকতে নাহি চাইরে মনে
পাখি টারে থুইয়া
পেটের দায়ে আছি মুখ বুঁজে
মন টারে বান্ধিয়া
ইচ্ছে করলেই যায় না করা সব
প্রবাস জীবনে
যতোই দূরে থাকি পাখি থাকে মনে
আমার সোনার ময়না পাখির চোখে জল
আমি আর সইতে পারিনা
পাখি লুকাই লুকাই ছড়াই চোখের জল
কষ্ট লাগে কইতে পারিনা
বুঝতে যদি এই মনেতে
বইছে কত ঝড়
বস্তু সুখের আশায় আপন
করতে হইছে পর
ওরে বুঝতে যদি এই মনেতে
বইছে কত ঝড়
বস্তু সুখের আশায় আপন
করতে হইছে পর
দিন শেষে রাত বালিশ যখন
চোখের জলে ভিজে
পাগল হইয়া ব্যাকুল মনটা
পাখিটারে খুঁজে
আমার সোনার ময়না পাখির চোখে জল
আমি আর সইতে পারিনা
পাখি লুকাই লুকাই ছড়াই চোখের জল
কষ্ট লাগে কইতে পারিনা (২ বার)
Amar Sonar Moyna Pakhi 3 Lyrics By Samz Vai
Amar sonar moyna pakhir cokhe jol
Ami ar soite parina
Pakhi lukai lukai gorai cokher jol
Kosto lage koite parina
Probas jibon biser moton
Koste poran bace
Icche kore uira jaite,
sona pakhir kache
Thakte nahi chaire mone
Pakhi tare thuiya
Peter daye achi mukh buje
Montare bandhiya