Bengali Lyrics

Bhalobese Dile Faki Lyrics (ভালোবেসে দিলে ফাঁকি) By Samz Vai

Bhalobese Dile Faki Lyrics

Bhalobese Dile Faki Lyrics (ভালোবেসে দিলে ফাঁকি) By Samz Vai

ভালোবেসে দিলে ফাঁকি – Bhalobese Dile Faki Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Ankur Mahamud. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Eagle Music Video Station youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Bhalobese Dile Faki – ভালোবেসে দিলে ফাঁকি
Singer : Samz Vai
Lyrics : Mehedi Hasan Limon
Tune : Belal Khan
Music : Ankur Mahamud
Label : Eagle Music

ভালোবেসে দিলে ফাঁকি লিরিক্সঃ

কী কারণে চলে গেলে দিয়ে বেদনা
একা ভালো থাকবে তুমি কথা ছিল না
চোখের নিচে কালো দাগ
দেখেও দেখলে না
নিজের ভালো বুঝলে ঠিকই
আমায় বুঝলে না

তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি

কত আশা ছিল মনে
কত যে পথ চলা বাকি
এত কিছুর পরেও আমি
আসবে ফিরে স্বপ্ন দেখি (২ বার)

হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম (২ বার)
তাই আমার এই পরিণতি

তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?

এত ব্যথা পোড়া বুকে
চোখে জল রাশি রাশি
দিয়েছিলে কত কথা
সব কি ছিল মিছামিছি (২ বার)

হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম (২ বার)
তাই আমার এই পরিণতি

তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি

ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি

Bhalobese Dile Faki Lyrics By Samz Vai

Ki karone chole gele diye bedona
Eka valo thakbe tumi kotha chilona
Chokher niche kaalo daag

Dekheo dekhle na
Nijer valo bujhle thiki
Amay bujhle na
Tumi bhalobeshe dile faki
Eto kosto kothay ami kivabe rakhi
Jaar kache gele sukher laagi
Bolo amar cheye beshi valobashe ki?

Hoyto ami pagol chilam
Tomar preme ondho chilam
Tai amar ei porinoti
Tumi valobese dile fanki

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button