Chholona Lyrics (ছলনা) By Milon | Makhnun Sultana

Chholona Lyrics (ছলনা) By Milon | Makhnun Sultana
ছলনা – Chholona Bangla Song Lyrics. This song Singing by Milon. Music Composed by MMp Rony. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Dhruba Music Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Chholona – ছলনা
Tune & Singer: Milon
Music: MMp Rony
Lyric: Proshenjit Mondal
Label: Dhruba Music Station
ছলনা লিরিক্সঃ
মাওলা.. মাওলা.. মাওলা..
মাওলা তোমার প্রেমের দুনিয়ায়
প্রেমিক রিদয় কেন এত অসহায়
যাকে দিলা আপন করে
সে যদি ছলনা করে
এ রিদয়ের রক্ত ক্ষরণ
লোকাবো কোথায়
মাওলা তোমার প্রেমের দুনিয়ায়
প্রেমিক রিদয় কেন এত অসহায়
মাওলা.. মাওলা.. মাওলা..
যেই ডালে গোলাপ ফুটে
কাটা কেন তাতে
যার মায়ায় মন ধরে রাখে
মনে তার আঘাতে (২ বার)
পোড়া মনের দুঃখ বল
জোড়াবে কোথায়
মাওলা তোমার প্রেমের দুনিয়ায়
প্রেমিক রিদয় কেন এত অসহায় (২ বার)
যেই নদী জল বুকে রাখে
সেই জলই পার ভাঙে
আপন মানুষ অবিশ্বাসে
ঝড় তুলে মন গাঙে (২ বার)
দুই চখের এই আশার স্রাভণ
লুকাব কোথায়
মাওলা তোমার প্রেমের দুনিয়ায়
প্রেমিক রিদয় কেন এত অসহায় (২ বার)
যাকে দিলা আপন করে
সে যদি ছলনা করে
এ রিদয়ের রক্ত ক্ষরণ
লোকাব কোথায়
মাওলা তোমার প্রেমের দুনিয়ায়
প্রেমিক রিদয় কেন এত অসহায়
মাওলা.. মাওলা.. মাওলা..
Chholona Lyrics By Milon
Mawla..
Mawla tomar premer duniyai
Premik hridoy keno eto osohay
Jake dila apon kore
Se jodi cholona kore
E ridoye rokto khoron
Lokabo kothay
Maola tomar premer duniyai
Premik ridoy keno eto osohay