Latest Bengali Lyrics

Chute Parbe Na Lyrics (ছুঁতে পারবে না) By Samz Vai

Chute Parbe Na Lyrics

Chute Parbe Na Lyrics (ছুঁতে পারবে না) By Samz Vai

ছুঁতে পারবে না – Chute Parbe Na Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Samz Vai. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Samz Official” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song: Chute Parbe Na – ছুঁতে পারবে না
Singer : Samz Vai
Lyrics, Tune & Music : Samz Vai

ছুঁতে পারবে না লিরিক্সঃ

এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না
কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না (২ বার)

যে হৃদয়ে আঘাত দিয়ে
পার হবে ভেবেছিলে
সে হৃদয়ের টান পুরাবে তোমায়
শেষ হবে তিলে, তিলে (২ বার)

আমি নিজের থেকে কিছু বলবো না
আমি ধরলাম বাজি
আমার অভাব পূরণ হবে না

এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না

কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না

এ সময়, থাকে না বসে
কে হারায় বলো
আপন মানুষ বিনিময়ের আশে

সব দূরে যাওয়া ভালোর জন্য নয়
কিছু আলোর জন্য খানিক সময়
ধৈর্য থাকতে হয়

এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না

কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না।

সব দূরে যাওয়া ভালোর জন্য নয়
কিছু আলোর জন্য খানিক সময়
ধৈর্য থাকতে হয়

এই আমাকে ছুঁতে চাইলে
ছুঁতে পারবে না
দূর থেকে দেখে পুড়ে হবে ছাই
আসতে পারবে না

কাছে এলেই বা কি লাভ হবে আর
অধিকার পাবে না
আমি বদলে গেছি আমার মতো
তোমার মতো না

Chute Parbe Na Lyrics By Samz Vai

Ei amake chute chaile
Chute parbe na
Dur theke dekhe pure hobe chai
Aste parbe na
Kache elei ba ki lav hobe ar
Odhikar pabe na
Ami bodle gechi amar moto
Tomar moto na
Je hrdaye aghata diye
Par hobe vebechile
Se hrdayera tana purabe tomaya
Ses habe tile tile
Ami nijera theke kichu bolbo na
Ami dhorlam baji
Amar ovab puron hobe na

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button