Danakata Pori Lyrics (ডানাকাটা পরী) By Milon & Nancy

Danakata Pori Lyrics (ডানাকাটা পরী) By Milon & Nancy
ডানাকাটা পরী – Danakata Pori Bangla Song Lyrics. This song Singing by Milon & Nancy. Music Composed by Imran Mahmudul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Danakata Pori – ডানাকাটা পরী
Singer : Milon & Nancy
Lyric : Snahashish Ghosh
Tune : Milon
Music : Imran
Album : Danakata Pori
Label : Cd Choice
ডানাকাটা পরী লিরিক্সঃ
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তোরি
কোথায় তোকে লুকই আমি
এই ভাবনায় মরি
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি
পৃথিবীতে তুই আমার আর
আমি সুধু তোরি
হুম.. চলতে চলতে হঠাৎ করে
সেই দিনের সেই প্রথম দেখায়
হুম মনটা যেন হারিয়ে গেল
খুঁজে পাওয়া ছিল দায়
হো.. আজকে তবে একটা
কথা বলছি সরাসরি
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তোরই
হুম.. চোখ দুটো তোর মায়ায় ভরা
হাসিটা এ হৃদয় কাড়ে
একটা মানুষ এত সুন্দর
কেমন করে হতে পারে
হুম এই হৃদয়ে ছিল যত
আশার ছড়া ছড়ি
আজকে যে তা পুরনো হলো
সেই খুশিতে মরি
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী
যে স্বপ্ন এঁকেছি চোখে
আমি বরাবরি
আজকে যে তা পুরনো হলো
সেই খুশিতে মরি
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতকড়ি
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু (২ বার)
তুই যে আমার খুব আদরের
ডানাকাটা পরী
Danakata Pori Lyrics By Milon & Nancy
Toke dekhe hoyeche mone
Premer hatkori
Tui je amar khub adorer
Danakata pori
Prithibite tui amar ar
Ami shudhu tori
Kothay toke lukoi ami
Ei vabonay mori