Ei Kothati Mone Rekho Lyrics (এই কথাটি মনে রেখো) By Rabindrasangeet

Ei Kothati Mone Rekho Lyrics (এই কথাটি মনে রেখো) By Rabindrasangeet
এই কথাটি মনে রেখো – Ei kothati Mone Rekho Bangla Song Lyrics. This song Singing by Jayati Chakraborty & Durnibar Saha. Music Composed by Prattyush Banerjee . This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Asha Audio” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
এই কথাটি মনে রেখো লিরিক্সঃ
এই কথাটি মনে রেখো
তোমাদের এই হাসিখেলায়,
এই কথাটি মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায়,
মনে রেখো, এই কথাটি মনে রেখো
শুকনো ঘাসে শূন্য বলে
আপন-মনে
অনাদরে অবহেলায় গান গেয়েছিলেম
মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো,
এই কথাটি মনে রেখো
দিনের পথিক মনে রেখো
আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে
যখন আমায় ও-পার থেকে
গেলো ডেকে
ভেসেছিলেম ভাঙা ভেলায়
গান গেয়েছিলেম,
মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো,
এই কথাটি মনে রেখো
Ei Kothati Mone Rekho Lyrics By Rabindrasangeet
Ei kothati mone rekho
Tomader ei hasikhelay
Ei kathati mone rekho
Ami je gaan geyechilam
Mone Rekho
Jirno pata jhorar belay mone rekho