Ek Dekhay Lyrics (এক দেখায়) By Imran Mahmudul & Porshi

Ek Dekhay Lyrics (এক দেখায়) By Imran & Porshi
এক দেখায় – Ek Dekhay Bangla Song Lyrics. This song Singing by Imran & Porshi. Music Composed by Imran Mahmudul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CMV Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Ek Dekhay – এক দেখায়
Singer : Imran & Porshi
Lyric : Snahashish Ghosh
Tune & Music : Imran Mahmudul
Label: Central Music and Video [CMV]
এক দেখায় লিরিক্সঃ
এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায় নির্দ্বিধায়
সুখ বলে কিছু থাকে যদি এই পৃথিবীতে
তার সবই যেন আছে তোর ওই চোখের মণিতে
এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
জড়িয়ে নে আমায় নির্দ্বিধায়
তোর হাসি থেকে যেন মুক্ত ঝরে পড়ে
তোর মায়াভরা মুখটা খুব যে মনে ধরে
মন কেন জানি তোকে চিনেছে ভীষণ
তুই ছাড়া লাগেনা আর কাউকে আপন
এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায় নির্দ্বিধায়
রাতজাগা স্বপনে আজ ঘুমটা গেছে চলে
মন সারাক্ষণই শুধু তোর কথা যে বলে
হাতে হাত রেখে তোকে বলছি যে শোন
আগলে রব যে তোকে সারাজীবন
এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
জড়িয়ে নে আমায় নির্দ্বিধায়
Ek Dekhay Lyrics By Imran & Porshi
Ei mon gole porche dhole
Tor moneri kole ek dekhay
Tor bisashe proti nissashe
Ne jori ye aamay nir didhai
Sukh bole kicho thake
Jodi ei prithibite
Tar chobi jeno ache
Tor oi chokher monite
Tor hasi theke jeno
Mukto jhore pore
Tor maya bhora mokhta
Khubje mone dhore