Jeno Bhalobasha Hoy Lyrics (জেনো ভালোবাসা হয়) By Ankita
Jeno Bhalobasha Hoy Lyrics (জেনো ভালোবাসা হয়) By Ankita Bhattacharyya
জেনো ভালোবাসা হয় – Jeno Bhalobasha Hoy Bangla Song Lyrics. This song Singing by Ankita Bhattacharyya. Music Composed by Suvajit Ray. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Ankita Bhattacharya” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Jeno Bhalobasha Hoy – জেনো ভালোবাসা হয়
Singer : Ankita Bhattacharyya
Lyrics and Tune : Saswati Bhattacharyya
Music Arrangement : Suvajit Ray
Publicity Design : Third Eye Entertainment & Media
জেনো ভালোবাসা হয় লিরিক্সঃ
লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে নিজের মতো
কী করি উপায়
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে নিজের মতো
কী করি উপায়
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়
লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে নিজের মতো
কী করি উপায়
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে নিজের মতো
কী করি উপায়…
তোমায় নিয়ে দিন রাতে
মন শুধু ভেবে ভেবে যায়
সামনে এলে তোমায় দেখে
সবকিছু যেন ভুলে যায়
তাই বলতে পারিনা ভালোবাসি
তোমায় আমি অনেকখানি
কী করি উপায়
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়
আমার এ মন
ঘুড়ি হয়ে হয়ে উড়ে
দূরে দূরে চলে যায়
তোমার কাছে ভোকাট্টা হয়ে
সুতো ছিঁড়ে পড়ে যায়
বলতে পারিনা কখনো
উড়ে চলো আমার সাথে
কী করি উপায়
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়
জেনো ভালোবাসা হয়… (৩ বার)
Jeno Bhalobasha Hoy Lyrics By Ankita Bhattacharyya
Likhte parina kobita
Tomay niye nijer moto
Ki kori upay
Gaite parina ami gaan
Tomay niye nijer moto
Ki kori upay
Ta bole vebona kokhono ami
Bhalobashini tomay
Onek na bola kotha kokhono
Jeno valobasha hoy
Likhte parina kobita
Tomay niye nijer moto
Ki kori upay
Gaite parina ami gan
Tomay niye nijer moto
Ki kori upay…
Tomay niye din rate
Mon shudhu vebe vebe jay
Samne ele tomay dekhe
Sobkichu jeno vule jay