Jone Jone Ure Lyrics (জনে জনে উড়ে) By Samz Vai
Jone Jone Ure Lyrics (জনে জনে উড়ে) By Samz Vai
জনে জনে উড়ে – Jone Jone Ure Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by MMP Rony. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Jone Jone Ure – জনে জনে উড়ে
Singer : Samz Vai
Lyric & Tune : Snahashis Ghosh
Music : MMP Rony
Album : Jone Jone Ure
Label : CD Choice
জনে জনে উড়ে লিরিক্সঃ
এক জনার এই রাখো হাতে
এক জনার এই সাথে
এক আনা মন বিলায়ে বেড়াও
তুমি কয় জনাতে (২ বার)
মৌমাছি খায় মধু যেমন
ফুলে ফুলে ঘুরে
তোমার মন ও বেড়াই তেমন
জনে জনে উরে
তোমার মন ও বেড়াই তেমন
জনে জনে উরে
সবারই মন তুমি ভোলাও
মিষ্টি কথার ঢঙে
জানেনা কেউ তুমি গাড়াও
কত রকম রং এ (২ বার)
মৌমাছি খায় মধু যেমন
ফুলে ফুলে ঘুরে
তোমার মন ও বেড়াই তেমন
জনে জনে উরে
তোমার মন ও বেড়াই তেমন
জনে জনে উরে
যেই মানুষের মনের কোন
এক ঠিকানা নেই
জড়াবো না সেই মানুষের
মায়াই কোন ভাবেই (২ বার)
মৌমাছি খায় মধু যেমন
ফুলে ফুলে ঘুরে
তোমার মন ও বেড়াই তেমন
জনে জনে উরে
তোমার মন ও বেড়াই তেমন
জনে জনে উরে (২ বার)
Jone Jone Ure Lyrics By Samz Vai
Ak jonar ai rakho hate
Ak jonar ai sathe
Ak ana mon bilaye berao
Tumi koy jonate
Moumachi khay modhu jemon
Fule fule ghure
Tomar mon o berai temon
Jone jone ure
Sobar-e mon tumi volao
Misti kothar dhonge
Janena keu tumi gorao