Ki Nesha Lyrics (কি নেশা) By Balam | Milon Mahmud
![Ki Nesha Lyrics](https://www.aimlyrics.com/wp-content/uploads/2021/07/maxresdefault-12.jpg)
Ki Nesha Lyrics (কি নেশা) By Balam | Milon Mahmud
কি নেশা – Ki Nesha Bangla Song Lyrics. This song Singing by Balam. Music Composed by Balam. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sangeeta Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Ki Nesha – কি নেশা
Singer: Balam
Lyrics: Milon Mahmud
Tune: Balam
Label: Sangeeta
কি নেশা লিরিক্সঃ
রাতেরই এ আঁধারে
অজানা ছোঁয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধূলি আবীর মাখা (২ বার)
কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে
কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে
চোখে চোখে চেয়ে থাকা
কবে হবে বলো কথা বলা
আবেগী মন বাঁধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না (২ বার)
কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে
কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে
জানি তুমি আছো একা
তবে কেন বলো দূরে থাকা
সময় তো থেমে থাকে না
দ্বিধা ভেঙে কাছে এসো না
জানি তুমি আছো একা
তবে কেন বলো দূরে থাকা
সময় তো থেমে থাকে না
দ্বিধা ভেঙে কাছে এসো না (২ বার)
কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে
কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে
রাতেরই এ আঁধারে
অজানা ছোঁয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধূলি আবীর মাখা
কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে
কি নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে
Ki Nesha Lyrics By Balam
Rateri a adhare
Ojana choya
Mayabi chokhe ki maya
Jeno godhuli abir makha
Ki nesha chorale
Ki mayay jorale
Chokhe chokhe cheye thaka
Kobe hobe bolo kotha bola
Abegi mon badha mane na
Tumi chara kichu chai na