Neshar Nouka 8 Lyrics (নেশার নৌকা ৮) By Gogon Sakib

Neshar Nouka 8 Lyrics (নেশার নৌকা ৮) By Gogon Sakib
নেশার নৌকা ৮ – Neshar Nouka 8 Bangla Song Lyrics. This song Singing by Gogon Sakib. Music Composed by Jami Ul Hasan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SamsuL OfficiaL” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Neshar Nouka 8 – নেশার নৌকা ৮
Singer : Gogon Sakib
Lyrics & Tune : Gogon Sakib & K Nayem
Music : Jami Ul Hasan
Label : Samsul Official
নেশার নৌকা ৮ লিরিক্সঃ
নেশা আমার ছদ্দবেশে
ডাকছে ইশারায়
সে নাকি আজ খুব যতনে
ভোলাবে তোমায়
তোমার নেশায় মাতাল আমি
কেমনে কাটাই ঘোর
প্রেম খেলা খেলিয়া আমি
হইছি নেশাখোর
কষ্টের বুকে নেশার নৌকা
আসর জমাইছি
নিকোটিনরে বন্ধু কইরা
জলসা বাসাইছি
কষ্টের বুকে নেশার নৌকা
আসর জমাইছি
নিকোটিনরে বন্ধু কইরা
জলসা বাসাইছি
আমি নিকোটিনরে বন্ধু কইরা
জলসা বাসাইছি
হইছি আমি নষ্ট ছেলে
তোমার করণে
হায়রে রোজই নেশার আসর
তোমার স্মরণে
সব নেশারা হার মানে আজ
তোমার নেশাকে
তোমায় ছাড়া নেশায় আমার
পারে হাসাতে
কষ্টের বুকে নেশার নৌকা
আসর জমাইছি
নিকোটিনরে বন্ধু কইরা
জলসা বাসাইছি
কষ্টের বুকে নেশার নৌকা
আসর জমাইছি
নিকোটিনরে বন্ধু কইরা
জলসা বাসাইছি
নিকোটিনরে বন্ধু কইরা
জলসা বাসাইছি
আমি নিকোটিনরে বন্ধু কইরা
জলসা বাসাইছি
Neshar Nouka 8 Lyrics By Gogon Sakib
Nesa amar chaddobese
Dakche isaray
Se naki aj khub jotone
Bholabe tomay
Tomar nesay matal ami
Kamne katai ghor
Prem khela kheliya ami
Hoichi nesakhor
Koster buke neshar nouka
asor jomaichi
Nikotinre bandhu koira
Jolsa bosaichi