Onek Bhalobashi Lyrics (অনেক ভালোবাসি) By Mahtim Shakib & Eshika

Onek Bhalobashi Lyrics (অনেক ভালোবাসি) By Mahtim Shakib & Eshika
অনেক ভালোবাসি – Onek Bhalobashi Bangla Song Lyrics. This song Singing by Mahtim Shakib & Humaira Eshika. Music Composed by Adib Kabir. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Dhruba Music Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Onek Bhalobashi – অনেক ভালোবাসি
Singer: Mahtim Shakib & Humaira Eshika
Lyric: Robiul Islam Jibon
Tune & Music: Adib Kabir
Label: Dhruba Music Station
অনেক ভালোবাসি লিরিক্সঃ
মনের ভেতর রেখে তোমার
অনেক ভালোবাসি
কত শত বাহানাতে
তোমার কাছে আসি
একটু করে তাকাও যদি
বুকে বহে সুখের নদী
তুমি নামের স্বপ্ন শ্রোতে
নিত্য আমি ভাসি
মনের ভেতর রেখে তোমার
অনেক ভালোবাসি
কত শত বাহানাতে
তোমার কাছে আসি
ইচ্ছেগুলো ইচ্ছে করে
তোমার কাছে হেরে যাই
দেখা দিলে কথা হলে
মায়া আরো বেড়ে যাই
স্বর্গ যেন ডাকে তুমি
থাকলে পাশাপাশি
মনের ভেতর রেখে তোমার
অনেক ভালোবাসি
কত শত বাহানাতে
তোমার কাছে আসি
গল্পগুলো গল্প ছলে
তোমার কাছে যেতে চাই
রাত্রি ভোরে বাহুডোরে
তোমায় শুধু পেতে চাই
স্বর্গ যেন ডাকে তুমি
থাকলে পাশাপাশি
মনের ভেতর রেখে তোমার
অনেক ভালোবাসি
কত শত বাহানাতে
তোমার কাছে আসি (২ বার)
Onek Bhalobashi Lyrics By Mahtim Shakib & Eshika
Moner vetor rekhe tomar
Onek bhalobasi
Koto shoto bahanate
Tomar kache asi
Ektu kore takao jodi
Buke bohe sukher nodi
Tumi namer shopno srote
Nitho ami bhasi
Icchegulo icche kore
Tomar kache here jai
Dakha dile kotha hole
Maya aro bere jai
Shargo jeno dake tumi
Thakle pasapasi