Opoman Lyrics (অপমান) By Shiekh Sadi | Alvee | Rap Song 2020

Opoman Lyrics (অপমান) By Shiekh Sadi | Alvee | Rap Song 2020
অপমান – Opoman Bangla Song Lyrics. This song Singing by Shiekh Sadi. Music Composed by Alvee Studios. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Shiekh Sadi” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Opoman – অপমান
Vocal, Tune & Lyrics : Shiekh Sadi
Chorus Lyrics : Kusum Kumari Das
Music : Alvee Al Berunee
Mix & Master : Alvee Studios
Production : Black & White Stud
অপমান লিরিক্সঃ
সরকারের নামে, দোষ সব তুলে
কি করেছো কাজ, দেশের মঙ্গলে
পরের দিকে দোষ ছুঁড়ে হবেনা লাভ
বিবেকটা জাগাও ধুয়ে যাবে পাপ
চায়ের কাপ হাতে নিয়ে
ভাবছো তুৃমি বেশ
দেশটা আমার ধবংস হলো সব কিছু শেষ,
বলে রাখি তোমায় তাই
তুমি আমি সবাই
সোনার বাংলা গড়বো যদি একসাথে আগাই
যুব সমাজ আজ মাদকে আসক্ত
এই নিয়ে পিতা মাতা খুব বিভ্রান্ত,
অসময়ে প্রান হারিয়ে রেখে যায় স্মৃতি
কি করছে আইন আর কি করলো জাতি
সুযোগের অভাবে কিছু শিক্ষীত বেকার
যোগ্যতা খুব একটা ছিল না তোমার,
মামা আছে চাচা নেই টাকা ছাড়া কাজে নেই
আর কত কাল দিয়ে যাবে অজুহাত?
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ….
নীতি কথা শুনতে ভালো কারো লাগে না
এই গানে ভিউসার তো খুব একটা হবে না
অসহায়ের হাত ধরে মমতা টোকাই না জনতা,
নাটক বুঝে আবেগ বুঝে না
নাটক বুঝে আবেগ বুঝে না।
অন্যের এুটি নিয়ে করছো উপহাস
মেয়ের সামনে প্রিয় মা টার লাশ
ফোন হাতে দাড়িয়ে তুমি ভীতূ
কারণ টা তুমি হবে সেই মৃত্যুর,
তোমার ও মা আছে ভুলে গেছো তা
কে দিবে বল তার নিরাপওা
দায় তবে কে এই পরিস্থিতির
ভাইরাল খুজেঁ খুজেঁ তুমি অস্থির,
তুমি অস্থির, তুমি খুব অস্থির
ছোট ছোট শিশু বলে বড় বড় কথা
মুখে আছে দেশপ্রেম ভেতরটা ফাঁকা,
ভালো মন্দের কোনো নাই বাজ বিচার
চোখ থাকতে অন্ধ এই কালচার
এই কালচার, এই কালচার
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে
বুঝলে ভোজপাতা না বুঝলে তেজপাতা
আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি
ভুল ছিল আমারও তাই ক্ষমা চাইছি,
দেশ যদি মা হয় চলো করি তার সম্মান
আর যেন না হয় বাঙালী অপমান।
Opoman Lyrics By Shiekh Sadi
Sorkarer naame dosh sob tule
Ki korecho kaaj desher mongole
Porer dike dosh chure hobena labh
Bibekta jagao dhuye jabe paap
Chaa er cup haate niye
bhabcho tumi besh
Deshta amar dhongsho holo sob kichu sesh.
Bole rakhi tomay tai tumi ami sobbai
Sonar bangla gorbo jodi eksathe agai
Amader deshe hobe sei chele kobe
Kothay na boro hoye kaje boro hobe