Tor Karone Lyrics (তোর কারনে) By Milon & Nischup Bristy

Tor Karone Lyrics (তোর কারনে) By Milon & Nischup Bristy
তোর কারনে – Tor Karone Bangla Song Lyrics. This song Singing by Muhammad Milon & Nischup Bristy. Music Composed by Jami Ul Hasan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “DP MUSIC STATION” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Tor Karone – তোর কারনে
Singer : Muhammad Milon & Nischup Bristy
Lyricist : Proshenjit Mondal
Tune : Muhammad Milon
Music : Sheikh Rezwan
Album : Tor Karone
Label : Dp Music Station
তোর কারনে লিরিক্সঃ
তোর কারনে ইচ্ছেরা আজ
তোর কারনে ইচ্ছেরা আজ
মেলেছে হাওয়ায় ডানা
তোকে নিয়ে হারাতে মন
মানছে না আর মানা
তু্ই রাজি তো বলনা আমায়
হারায় প্রেমের নীল সীমানায়
খুজে চলি প্রেমের গলি
জানার অজানা
তোর কারনে ভুলো পাখি
সুর তুলেছে গানে
হাওয়ার পাখি ভালোবাসি
বলছে কানে কানে (২ বার)
মনটা সুখে মেঘের খামে
লিখেছে চিঠি তোরই নামে
বৃষ্টি বলে জাবো জাবো
বলে দিক ঠিকানা
তুই রাজি তো বলনা আমায়
হারায় প্রেমের নীল সীমানায়
খুজে চলি প্রেমের গলি
জানার অজানা
নীল সাগরের নীল মহনায়
ঢেউয়ের গড়াগড়ি
মনের আকাশ জুড়ে হাজার
স্বপ্নের ছড়াছড়ি (২ বার)
কখনও মন প্রজাপতি
কখনও হয় অবুজ প্রতিক
উড়ে বেড়ায় সবুজ মনে
পেড়িয়ে সীমানায়
তুই রাজি তো বলনা আমায়
হারায় প্রেমের নীল সীমানায়
খুজে চলি প্রেমের গলি
জানার অজানা
Tor Karone Lyrics By Milon & Nischup Bristy
Tor kanone icchera aj
Meleche haoyay dana
Toke niye harate mon
Manche na ar mana
Tui raji to bolna amay
Haray premer nill simanay
Khuje coli premer goli
Janar ajane
Tor karone vulo pakhi
Sur tuleche gane
Haowar pakhi valobashi
Bolse kane kane